Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পর্যবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯২।

নিউজ ডেস্ক,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পর্যবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের এ মালেক কনভেনশন হল রুমে ইলেকশন মনিটরিং ফোরামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথি ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোঃ আবেদ আলী।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এড. উসমান গনির সভাপতিত্বে অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি আ.ফ.ম. কাউসার এমরান, এড. নিয়াজ মোহাম্মদ খান পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম.এ. মালেক প্রমূখ।

এসময় ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোঃ আবেদ আলী বলেন, আমি নির্বাচন কমিশনকে আহবান করবো যে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। যদি কোন দল বা ব্যক্তি, গোষ্ঠী সাধারণ ভোটারদের নিরুৎসাহিত করে, ভয় ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেয়া হয়। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com