Advertisement

অনিবার্য কারণে জেলা বিএনপির সম্মেলন স্থগিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৮।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনার পর জেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সম্মেলনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আ.জ.ম মোরশেদ আল মামুন লিটন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের সকল সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে অনিবার্য কারনে উক্ত নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষনা করা হলো। আগামী ২০/০১/২০২৫ তারিখে সম্মেলনের তারিখ পুনরায় ঘোষনা করা হবে।
এর আগে ২৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সম্মেলনের মাত্র দুদিন আগে গত ২৬ ডিসেম্বর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়া না হওয়ার বিষয়টি নিয়ে দু’পক্ষের অস্তিত্বের লড়াই হিসেবে দেখা হচ্ছিল।
দলীয় নেতা-কর্মীরা জানান, প্রথমে ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। পরে এক দফা পিছিয়ে ১৮ জানুয়ারি সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ ও সম্মেলন পিছাতে এক পক্ষের দাবি মেনে নিয়েই নতুন তারিখ ঘোষণা করা হয়েছিলো। নতুন তারিখ ঘোষণা ও আংশিক ভোটার তালিকা প্রকাশের পরও একটি পক্ষ পরে আবার একই দাবি তুলে। ভোটার তালিকা প্রণয়নে ত্যাগিদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তোলা হয়।

 

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com