Advertisement

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ২৫।

নিউজ ডেস্ক,

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

মহড়ায় উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র নায়ার কবীর, ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ প্রমুখ।

মহড়ায় দুর্যোগকালীন সময়ে করনীয় বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। মহড়া চলাকালীন সময়ে সংশ্লিষ্টরা জানান, এ মহড়া বাস্তবিক ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে।

মহড়া স্থলে গিয়ে দেখা যায় চারদিকে ছুটাছুটি, আগুনে ঘর পুড়ে যাওয়া ব্যক্তির চিৎকার আর্তনাদ, গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। বহুতল ভবনের উপর আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। দেয়াল কেটে বের করে আনা হচ্ছে আটকেপড়া ব্যক্তিদের। এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সাইরেনের আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা। সবকিছু দেখে মনে হবে কোনো দুর্যোগপ্রবণ এলাকার দৃশ্য। প্রকৃতপক্ষে সব কিছুই ছিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস আয়োজিত মহড়ার দৃশ্য। মহড়ায় ফায়ারা সার্ভিস কর্মীদের সাথে রেডক্রিসেন্ট ও রেডক্রস সদস্যরা অংশ নেন।

এদিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আগুন ও ভূমিকম্প সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগ সর্ম্পকে আমরা প্রস্তুত রয়েছি। তবে এ বিষয়ে আমাদের সকলকে জনসচেতন হতে হবে।

মহড়ায় আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com