Advertisement

বিজিবির যৌথ অভিযানে প্রায় ৫ কোটি অধিকমূল্যের ভারতীয় মালামাল আটক

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩২৫।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলাজেলা সীমান্ত এলাকার বাউতলা নামক স্থান থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৫ হাজার ২শত ৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়ছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। যার ম‚ল্য ২ কোটি ৬৩ লক্ষ টাকা।

এদিকে বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৬১ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।

এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, শুক্রবার মধ্য রাতে ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৪৫০ কেজি জিরা সহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়। জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক ২ কোটি ৬১ লক্ষ ৩০ হাজার ৭ শত ৪০ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে কোনো ধরনের চোরাচালানী মালামাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। জব্দকৃত মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com