নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় জরায়ুমুখ ক্যান্সার টিকা প্রথম ডোজের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে সাংবাদিকদের সাথে এ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া জানান, জেলায় মাসব্যাপী ক্যাম্পেইনের আওতায় প্রথম প্রর্যায়ে ১০ দিন ব্যাপী ৯ টি উপজেলা ও পৌরসভা সহ ২ হাজার ৪৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১ লক্ষ ৯১ হাজার ২০৬ জন ৫ম-৯ম শ্রেণির/সমশ্রেনির ছাত্রীদের প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। পরবর্তীতে ৩০৬টি ওয়ার্ডে স্থায়ী/ অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৮ দিন ব্যাপী ১০ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বহিঃভূত ১১ হাজার ২২৮ জন কিশোরীদের টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসক, ডাঃ মোঃ মাহামুদুল হাছান, প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহার ইসলাম মোল্লা প্রমুখ।