নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-২ সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য উম্মে শিউলী আজাদকে ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার (৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক স্বাগত শাম্য এই রায় দেন।
আদালত সূত্রে জানায়, মোদি বিরোধী আন্দোলনে নিহত লিটনের পক্ষ্যে মাওলানা সুলতান উদ্দিন শিউলী আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ২ থেকে ৩শ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। রবিবার (৬ অক্টোবর) ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতারের পর আজ সোমবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে দীর্ঘ শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক স্বাগত শাম্য তাকে ৮দিনের রিমান্ড মনজুর করে।
ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের একটি হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাকে ৮দিনের রিমান্ড মনজুর করে।
উল্লেখ্য, ২০২১ সালে মুদি বিরোধী আন্দোলনে গুলিতে লিটন মিয়া নিহত হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন ৬৭জনকে আসামী করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।