Advertisement

গভ. মডেল গার্লস হাইস্কুলে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৫।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গভ. মডেল গার্লস হাইস্কুলে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে যৌক্তিক সংস্কার ও বিদ্যালয়ের প্রশাসনসহ নানা জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্বনামধন্য এ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের প্রশ্রয়ে বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন মৃধা, সাইফুল ইসলাম, নাছিমা, বদরুন্নাহার, ফারজানা আক্তারসহ একাধিক শিক্ষকরা বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে তারা পরীক্ষার সময় নাম্বার কমিয়ে দেয়। এছাড়া শিক্ষকরা অবৈধভাবে বিদ্যালয়ের মধ্যে প্রাইভেট পড়তে বাধ্য করান এবং সেখান থেকে ১০ পার্সেন্ট টাকা প্রধান শিক্ষক নিয়ে থাকেন। এছাড়াও দেড় বছর ধরে তাদেরকে টিফিনও দেওয়া হয় না। এ অবস্থায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের সব ধরনের অর্থ সম্পর্কিত ধোয়াশা দূর করতে সরকারি অডিটের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয় কৃর্তপক্ষ কাছে দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, আমি জেলার বাইরে আছি। আগামীকাল এসে তাদের অভিযোগ শুনব।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com