Advertisement

১১দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে জেলা সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৬।

নিউজ ডেস্ক,

চাকরি জাতীয়করণের ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে ব্রাহ্মণবাড়য়া জেলা সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা। সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসেসিয়েশনের ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসেসিয়েশনের এর সদস্যবৃন্দ কর্মবিরতি পালন করে। এ সময় জেলা রেজিস্ট্রি অফিস ও সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভিতরে কলম বিরতি অবস্থান কর্মসূচী পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হোসাইন মোঃ আবেদ, দৈনিক মুজুরি ভিত্তিক অফিস সহায়ক মোঃ কাসরুল ইসলাম সহ আরো অনেকেই।

নকলনবিশরা বলেন, আমরা নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা কোনো সরকারি বেতন ভাতা পাই না। সরকার দলিল গ্রহিতার কাছ থেকে ৬০ টাকা নিয়ে থাকে। কিন্তু আমাদের পারিশ্রমিক বাবদ মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে দলিল বালাম বইতে লিপিবদ্ধ করি। সরকারে কোষাগারে ২৪ টাকা জমা হয়। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই। আমাদের দাবি আদায় না হলে আগামীতে আরো কঠোর কর্মবিরতি পালন করা হবে।

নকলনবিশরা আরো বলেন, সারা দেশে বৈষম্যের বিরুদ্ধে আজ লড়াই শুরু হয়েছে। সরকারের রাজস্ব আদায়ে আমরা নকল নবিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই। এছাড়া বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসেসিয়েশনের সদস্যরা গত ২১শে আগষ্ট আইন ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টার কাছে একটি আবেদন করে। সেখানে উল্লেখ করা হয় নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন সকল জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসের দৈনিক মুজুরী ভিত্তিক ওমেদার পিয়ন, ঝাড়ুদার ও নিশপহরীদের চাকরী স্থায়ী করন প্রসঙ্গে তারা লিখিত আবেদন করেছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com