Advertisement

আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৯।

নিউজ ডেস্ক,

কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের এ অবরোধ কর্মসূচী চলে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দের ব্যানারে আশুগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে আশুগঞ্জ গোলচত্তর ও সোনারামপুর ঘুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় গিয়ে দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় বসে যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরে টোলপ্লাজা কাউন্টারের সামনে বসে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।

এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে প্রায় আড়াইঘন্টা পর তাদের মহাসড়ক থেকে সড়িয়ে নেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com