ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকেলে শহরের মধ্যপাড়া রাধামাধব আশ্রম থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হয়।
রথযাত্রাটি রাধামাধব আশ্রম থেকে বের হয়ে পৈরতলা, কাজীপাড়া, টি.এ রোড, কুমারশীল মোড়, টেংকের পাড় হয়ে শ্রী শ্রী আনন্দময়ী কালি বাড়িতে গিয়ে শেষ হয়। রথযাত্রায় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক ভক্তবৃন্দরা অংশ নেয়। এ সময় ভক্তবৃন্দের প্রার্থনা ও কীর্তনে পুরো এলাকা মূখরিত হয়ে উঠে।
রথযাত্রা উপলক্ষে আনন্দময়ী কালি বাড়িতে ৯ দিন নানা ধর্মীয় আচার অনুষ্ঠানশেষে ১৫ জুলাই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে পুণরায় রথযাত্রাটি উল্টোপথে রাধামাধব আশ্রমে যাত্রা করার মাধ্যমে এই উৎসব শেষ হবে।