নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ জুন) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে নির্মানাধীন চারলেন সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ ভূঁইয়া, সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলাল ও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জেলার আশুগঞ্জ উপজেলা থেকে আখাউড়া উপজেলার ধরখার পর্যন্ত মহাসড়ককে চারলেনে নির্মাণ কাজের জন্য মহাসড়কের পাশের খাল ভরাট করায় বৃষ্টি হলেই সুহিলপুর ও বুধল ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি কৃষি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
বক্তারা আরো বলেন, পানি নিষ্কাশনের জন্য বর্তমানে ড্রেনেজ ব্যবস্থার যে কাজ চলছে তা পর্যাপ্ত নয়। এসময় জনদুর্ভোগ লাঘবে বড় পরিসরে ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি বিক্ষোভকারীরা জনদুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।