Advertisement

তত্বাবধায়ক সরকারের কনসেপ্ট হত্যা করেছে বিএনপি – এড. কামরুল ইসলাম

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ২৯১।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেলে পৌরশহরের বঙ্গবন্ধু স্কয়ারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এড. কামরুল ইসলাম এমপি। আলোচনা সভার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের আস্থা দেশের জনগণের উপর আর বিএনপির আস্থা সেই বিদেশীদের উপর। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবেনা। আওয়ামী লীগ যতোবার ঐক্যবদ্ধ ছিলো ততোবারই বিজয়ী হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আর তত্বাবধায়ক সরকার হবেনা। সাধারণ মানুষের তত্বাবধায়ক সরকারের প্রতি বিতৃষ্ণা এসে গেছে। তত্বাবধায়ক সরকারের কনসেপ্টকে হত্যা করেছে বিএনপি। তাই এই সরকার আর আসার সুযোগ নাই। দেশের সংবিধান মেনে শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। কেউ আসুক বা না আসুক নির্বাচন হবে যথাসময়ে। আমাদের প্রতিপক্ষ বিষধর সাপ-তাদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। তারা আঘাত করলে প্রতিঘাত করবো আমরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমূখ।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com