নিউজ ডেস্ক,
বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও একটি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় ও ট্যাংকেরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান হিমেল, ডা. তাসনুভা তাবাসসুম নোভা, ডা. ফাইরোজ মায়িশ, স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমান ও সদর মডেল থানার পুলিশ।
মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান হিমেল জানান, দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় শহরের কুমারশীল মোড়ে অবস্থিত চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, শহরের ট্যাংকেরপাড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল অ্যান্ড টোটাল হেলথকেয়ারের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও যন্ত্রপাতি পাওয়া যায়। হাসপাতালটিতে প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণও পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।