নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শহরের লোকনাথ টেংকেরপাড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম শান্তনু চৌধুরী। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী শরীফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ডাঃ শামীমা সুলতানা প্রমূখ।
প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া প্রতিবন্ধী শিশুরা নৃত্য ও গান পরিবেশন করেন।