নিউজ ডেস্ক,
আগামী বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল করেছে জেলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টি.এ রোড জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে ফিরে এসে শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়৷ এরপর প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল৷ এর পর পরই এ মিছিলটি বের হয়। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করে৷
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা যুবলীগের সভাপতি শাহানূর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল বাধাবিপত্তিকে উপেক্ষা করে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সে নির্বাচনে জনগণের ভোটে জয়লাভ করবে। কোন প্রকার বাধাবিপত্তি আমরা সহ্য করবো না। আওয়ামী লীগ মাঠে থাকবে এবং মনোনীত প্রার্থীর জন্যে তারা কাজ করবে।