Advertisement

শিক্ষক শক্তি বর্ধনের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৫।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শক্তি বর্ধনের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।

বিদ্যালয়ের সভাপতি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা, সহকারী শিক্ষা অফিসার মোঃ মুখলেছুর রহমান চৌধুরী, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক, ইউপি সদস্য রশিদা বেগম, মোঃ সুমন ভূইয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শক্তি বর্ধন একজন সৎ শিক্ষক ছিলেন। তিনি তার দীর্ঘ শিক্ষাজীবনে নিঃস্বার্থভাবে অনেক অবদান রেখেছেন। তার শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভূমিকা রাখছেন। তিনি শিক্ষকতা কালিন সময়ে সরকারি ছুটি ছাড়া কোনদিন স্কুল বন্ধ করেন নি। যথা সময়ে স্কুলে আসতেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক শক্তি বর্ধনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com