নিউজ ডেস্ক,
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সিনিয়র সাংবাদিক কবি জয়দুল হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, গাজী টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মোঃ রাফি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের কাজ। সেদিন সংবাদকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলো। কিন্তু স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়।
সমাবেশে বক্তারা এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।