নিউজ ডেস্ক,
প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেল ৪ বিভাগীয় টি-১০ হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে দু’দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাজীপাড়ার কাউন্সিলর মীর মোঃ শাহীন, ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ।
এ সময় প্রতিবন্ধী খেলোয়াড়রা বলেন, প্রতিবন্ধকতাকে জয় করেই আমাদের এগিয়ে চলা। বিশ্বের মানচিত্রে দেশের পতাকাকে সুমজ্জল করবে প্রতিবন্ধী খেলোয়াড়রা।
ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না জানিয়েছেন, পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবন্ধী খেলোয়াড়রা আরো অনেক দূর এগিয়ে যাবে।
অভিনেত্রী নিপুন আক্তার বলেন, বিশেষ ব্যক্তিদের পাশে থাকতেই ঢাকা থেকে আমার এখানে ছুটে আসা।
এসময় সাংসদ মোকতাদির চৌধুরী তাদের এ কার্যক্রমকে সম্প্রসারিত করতে এবং দেশের প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
টুর্নামেন্টে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে ৪ টি টিমে ৫০ জন প্রতিবন্ধী খেলোয়াড় অংশ নেয়।
সকালে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে ব্যাটিংয়ে নেমে ঢাকা বিভাগ ১০ ওভারে রান করে ১০৪। কিন্তু রাজশাহী বিভাগ ৮ উইকেটে হারায় ঢাকাকে। অপরদিকে ২য় রাউন্ডে চট্টগ্রাম বিভাগ ব্যাটিংয়ে নেমে রান করে ৯৬। বিপক্ষ দল সিলেট বিভাগ ৮৪ রানে অলআউট হয়ে পরাজিত হয়।