নিউজ ডেস্ক,
প্রজন্ম-প্রজান্মতরে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করতে মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এ উদ্যোগের আওতায় তিন অর্থ বছরব্যাপী প্রকল্প গ্রহন করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এ বিষয়ে জানান জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
এ সময় তিনি জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াতে মুক্তিযুদ্ধের সময় বহু সম্মুখ সমরযুদ্ধসহ অন্যতম রণাঙ্গণ। এখানে বহু গণকবর, বধ্যভূমি, শহীদ সমাধি ও যুদ্ধস্থল রয়েছে। এসব স্মৃতিময় স্থানগুলো ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে জেলা পরিষদ থেকে ৫ কোটি টাকা ব্যায়ে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, এডঃ আক্তার হোসেন সাইদ, আবু হুরায়রাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।