নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে প্রধানমন্ত্রীর নির্দেশকৃত জাত হরিজনদের ৮০ ভাগ কোটা পূরণের দাবীতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়ের মানুষ। শনিবার (২৬ আগস্ট) দুপরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রাজেশ লাল হরিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নসীব হরিজন, অর্থ সম্পাদক চুন্নু হরিজন, মহিলা সম্পাদিকা মুক্তা রানি হরিজন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জাত হরিজন সম্প্রদায়ের মানুষ দরিদ্র জনগোষ্ঠীর পেশাজীবি হিসেবে বংশ পরম্পরায় পরিচ্ছন্নতা কর্মীপদে নিয়োজিত আছে। এ পেশার ফলে সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হতে না পারার কারণে তারা অন্য কোন পেশা করে জীবন-জীবিকা চালাতে পারছে না। বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার, সরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী পদে জাত হরিজনদের নিয়োগে ৮০ ভাগ বরাদ্দ দেন। তবে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগে জাত হরিজনদের মাত্র ৫/৬ জন শিক্ষার্থী পাশ করলেও সরকার নির্দেশিত কোটা বাস্তবায়ন হয়নি।
এসময় বক্তারা অবিলম্বে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হারিজন প্রার্থীদের বহাল রেখে নিয়োগে ৮০ ভাগ কোটা বাস্তবায়নের ও জোর দাবী জানান।