স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে কবির এন্টার প্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের উপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কামাল হোসেন উপজেলার চম্পকনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফায়েজ মিয়ার ছেলে।
বিজয়নগর থানার কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, স্থানীয় লোকজনের ভাষ্যমতে কামাল হোসেন কবির এন্টার প্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গেলে ছাদের উপর বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।