স্টাফ রিপোর্টার,
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপি’র আওতাধীন কামালমোড়ায় ভারতীয় ফেন্সিডিল ও ইস্কফ- ৩বোতল , আখাউড়া উপজেলার আজমপুর বিওপি’র আওতাধীন রাজাপুর গ্রামে ভারতীয় ইস্কফ ৩৯ বোতল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
এছাড়াও বিজয়নগর উপজেলার সিংগারবিল বিওপি’র আওতাধীন সিংগারবিল রেল গেইট এলাকা হতে ভারতীয় ইস্কফ ২ বোতলসহ মোঃ ফজলে রাব্বি (২২), পিতাঃ মোঃ আলী আহমদ, গ্রামঃ আখাউড়া মসজিদ পাড়া, পোঃ + থানাঃ আখাউড়া, জেলাঃ বি-বাড়িয়া, অপরদিকে আলিনগর বিওপি’র আওতাধীন নোয়াবাদি নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-৫৭৪০ পিস, ফেন্সিডিল-৯৪ বোতল, গাঁজা-০৪ কেজিসহ মোঃ সাইদুর রহমান (২৩), পিতা- মোঃ ফিরোজ আলম, গ্রামঃ নলগড়িয়া, পোঃ সিংগারবিল, থানাঃ বিজয়নগর, জেলাঃ বি-বাড়িয়া, এবং আখাউড়া উপজেলার আজমপুর বিওপি’র আওতাধীন আজমপুর রেল স্টেশন এলাকা হতে ভারতীয় গাঁজা-০৩ কেজি মোঃ বিজয় মিয়া (১৫), পিতা- মোঃ আনু মিয়া, গ্রামঃ আখাউড়া, পোঃ আখাউড়া কলোনী পাড়া, থানাঃ আখাউড়া, জেলাঃ বি-বাড়িয়াকে, ফকিরমোড়া বিওপি’র আওতাধীন ছোট কুড়ি পাইকা হতে ভারতীয় ইস্কফ-২৩ বোতলসহ মোঃ ইমন মিয়া (নান্টু) (২৬), পিতা- মৃত জমসেদ মিয়া, গ্রামঃ ছোট কুড়িপাইকা, পোঃ হিরাপুর, থানাঃ আখাউড়া, জেলাঃ বি-বাড়িয়া’কে আটক করা হয়।
পরিচালিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যে ও অন্যান্য মালামালের সিজার মূল্য সর্বমোট-১৮,৩২,৯০০/-।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মিজানুর রহমান কমান্ডিং অফিসার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সাংবাদিকদের কাছে পাঠানো মেইল বার্তায় জানায়, আসামীদেরকে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিজয়নগর ও আখাউড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (ক) ৩৮/৪১ ধারা মোতাবেক থানায় মামলা দায়ের করা হয়েছে।