Advertisement

ফেনসিডিল, গাঁজা ইয়াবাসহ ৪জনকে আটক করেছেসরাইল ২৫ বিজিবি

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৪৭।

স্টাফ রিপোর্টার,

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর  অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপি’র আওতাধীন কামালমোড়ায় ভারতীয় ফেন্সিডিল ও ইস্কফ- ৩বোতল , আখাউড়া উপজেলার আজমপুর বিওপি’র আওতাধীন রাজাপুর গ্রামে ভারতীয় ইস্কফ ৩৯ বোতল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

এছাড়াও বিজয়নগর উপজেলার সিংগারবিল বিওপি’র আওতাধীন সিংগারবিল রেল গেইট এলাকা হতে ভারতীয় ইস্কফ ২ বোতলসহ মোঃ ফজলে রাব্বি (২২), পিতাঃ মোঃ আলী আহমদ, গ্রামঃ আখাউড়া মসজিদ পাড়া, পোঃ + থানাঃ আখাউড়া, জেলাঃ বি-বাড়িয়া, অপরদিকে আলিনগর বিওপি’র আওতাধীন নোয়াবাদি নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-৫৭৪০ পিস, ফেন্সিডিল-৯৪ বোতল, গাঁজা-০৪ কেজিসহ মোঃ সাইদুর রহমান (২৩), পিতা- মোঃ ফিরোজ আলম, গ্রামঃ নলগড়িয়া, পোঃ সিংগারবিল, থানাঃ বিজয়নগর, জেলাঃ বি-বাড়িয়া, এবং আখাউড়া উপজেলার আজমপুর বিওপি’র আওতাধীন আজমপুর রেল স্টেশন এলাকা হতে ভারতীয় গাঁজা-০৩ কেজি মোঃ বিজয় মিয়া (১৫), পিতা- মোঃ আনু মিয়া, গ্রামঃ আখাউড়া, পোঃ আখাউড়া কলোনী পাড়া, থানাঃ আখাউড়া, জেলাঃ বি-বাড়িয়াকে, ফকিরমোড়া বিওপি’র আওতাধীন ছোট কুড়ি পাইকা হতে ভারতীয় ইস্কফ-২৩ বোতলসহ মোঃ ইমন মিয়া (নান্টু) (২৬), পিতা- মৃত জমসেদ মিয়া, গ্রামঃ ছোট কুড়িপাইকা, পোঃ হিরাপুর, থানাঃ আখাউড়া, জেলাঃ বি-বাড়িয়া’কে আটক করা হয়।

পরিচালিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যে ও অন্যান্য মালামালের সিজার মূল্য সর্বমোট-১৮,৩২,৯০০/-।

এ বিষয়ে  লেফটেন্যান্ট কর্নেল মোঃ মিজানুর রহমান কমান্ডিং অফিসার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সাংবাদিকদের কাছে পাঠানো মেইল বার্তায় জানায়, আসামীদেরকে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিজয়নগর ও আখাউড়া থানায় সোপর্দ  করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (ক) ৩৮/৪১ ধারা মোতাবেক থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com