Advertisement

বিজয়নগরে ভেজাল মসলা উৎপাদনকারীর ৬ মাসের কারাদন্ড

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৩৬।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধানের কুড়ায় (তুষ) রঙ ও কেমিক্যাল ব্যবহার করে মসলা উৎপাদন করায় আনোয়ার হোসেনকে (৪১) ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড (মনতলা রোড) এলাকায় অভিযান চালিয়ে এ কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে উদ্ধার করা ভেজাল মসলা

দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন সাতবর্গ এলাকার দুধ মিয়ার ছেলে।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, আনোয়ার হোসেন বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড (মনতলা রোড) এলাকায় দীর্ঘদিন ধরে ধানের কুঁড়ায় কৃত্রিম রঙ ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া ও হলুদের নকল মশলা তৈরী ও বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে তার কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে উদ্ধার করা ভেজাল মসলা

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় বলেও জানান তিনি।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com