Advertisement

বাঞ্ছারামপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১৪ বছরে ছাত্রী

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৬৯।

মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী। গত সোমবার বিকেলে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাহেরচর গ্রামের দক্ষিণ পাড়ার এরশাদ মিয়ার ছেলে চান বাদশার সাথে সোমবার বিকেলে একই এলাকার নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিলো।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা বরযাত্রী আসার আগেই বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হন।

পরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ের আয়োজন করায় স্কুল ছাত্রীর পিতাকে ১০ হাজার টাকা জরিমানা ও মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে ওই ছাত্রীর মা-বাবার কাছ থেকে মুচলেকা আদায় করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাফিজা নাজ নীরা বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com