Advertisement

মেঘনা নদীর তীরে অভিযান, ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৬৬।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় নদীর তীর দখল করে গড়ে উঠা অন্তত ৩০টিরও অধিক পাকা ভবনসহ ছোট বড় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএ এর নিবার্হী ম্যাজিস্টেট মাহবুব জামিলের উপস্থিতে বিপুল পরিমান পুলিশ ও বিআইডব্লিউটিএ এর নিরাপত্তা বাহীনির এ অভিযান পরিচালনা করেন।

বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ও আশুগঞ্জ নদী বন্দরের কর্মকতা শহিদ উল্লাহ জানান, বার বার নিষেধ করার পরও নদী দখল ও দূষণ থামছিল না। তাই নদীটিকে রক্ষায় বিআইডব্লিউটিএ রোববার থেকে দু দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। দু দিনব্যাপী অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার দিনব্যাপী বিআইডব্লিউটিএ পরিচালিত অভিযানে মেঘনা নদীর তীরে দখল করে গেড় উঠা ৭০ টিরও বেশী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com