Advertisement

তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৩৩।

স্টাফ রিপোর্টার:

বৈধ পাসপোর্ট-ভিসা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।

রবিবার রাতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮), বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মুলানি (২৬)। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলী জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে ওই তিনজনকে অবস্থান করতে দেখে র‌্যাব সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়।

একপর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানান। কিন্তু তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না।

সেজন্য তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com