স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিষিদ্ধ বিয়ারসহ ২ জনকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার হাবিবুর রহমানের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪০) ও মোঃ আব্দুল করিম মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৬)। এ সময় নিষিদ্দ এই বিয়ার বহনকারী একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
দুপুরে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে¡ একটি আভিযানিক দল মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে।
এ সময় সন্দেহজনক প্রাইভেটকারটিতে তল্লাশি চালালে ৯৪ ক্যান নিষিদ্ধ বিয়ার পাওয়া যায়। পরে ওই বিয়ার ও প্রাইভেটকারটি জব্দসহ সাদ্দাম ও জসিমকে আটক করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।