ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ চার হাজার চারশত টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় গাঁজা বহনকারী একটি পিকআপভ্যানও আটক করা হয়।
বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর থেকে বিপুল পরিমান মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মোঃ হেলাল মিয়া-(৪০), একই উপজেলার ভৈরব উত্তর পাড়ার মোঃ শাহাদৎ হোসেন-(২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সাতপাড়া গ্রামের আশরাফুল ইসলাম সোহাগ-(৩৫) ও একই এলাকার মিন্টু মিয়া-(৩০)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ গোলচত্বরে ঢাকামুখী একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-১৮-২৫১৬ ) আটক করে। পরে পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে এই গাঁজা পিকআপ ভ্যানযোগে ঢাকায় নেয়া হচ্ছিল।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
###
বিভাগ: আশুগঞ্জ খবর।