আশুগঞ্জ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদার মেমোরিয়াল ট্রাষ্ট ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে আশুগঞ্জের বিভিন্ন এলাকায় বেকার হয়ে ঘরে থাকা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার বিকেলে রোস্তম আলী শিকদারের বাড়ি সংলগ্ন মাঠে খাদ্য সামগ্রী বিতরণের কার্যের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদার মেমোরিয়াল ট্রাষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আশুগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনির শিকদার। এই খাদ্য সামগ্রী আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সহযোগীতায় অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদার মেমোরিয়াল ট্রাষ্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেলা ছাত্রলীগ নেতা মঈম শিকদারের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল শিকদার, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম শিকদার, আশুগঞ্জ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী হেলাল শিকদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুন্না শিকদার, সেলিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার শিকদার, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদার মেমোরিয়াল ট্রাষ্ট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আল-আমিন শিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লিকন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ শিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল শিকদার, সদস্য মাঈনউদ্দিন, রোমান মিয়া।
আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালিকিন মিম, হান্নান শিকদার, সদস্য সানি শিকদার, শাকিল শিকদার, বিজয়, আরমান, রিফাত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম পাবেল শিকদার, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা দিপু, জাহিদুল ইসলাম, সুদীপ্ত, তানিম শিকদার, জাহিদ হাসান, ফাহিম শিকদার, অন্তর, ফিরোজ মিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ।