Advertisement

করোনায় কর্মহীন ১০৮ পরিবারের পাশে আত্মীয়

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০২৪।

স্টাফ রিপোর্টার:

আখাউড়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া ১০৮ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “আত্মীয়”।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ১৭ টি দলে ভাগ হয়ে এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি তেল,আধা কেজি ডাল এবং একটি এন্টিসেপ্টিক সাবান।

এসময় সিনিয়র সাংবাদিক দুলাল ঘোষ, শিক্ষক নেতা মৌসুমী আক্তার, আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, আত্মীয় সদস্য ও ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, আত্মীয় সমন্বয়ক শেখ দীপু, এমআরআই রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।

আত্মীয়ের প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী জানান, আত্মীয় সামাজিক দায়বদ্ধতা থেকেই রক্তদানসহ নানা সামাজিক কর্মকান্ড করে থাকেন। এর ধারাবাহিকতায় শুধু মাত্র সদস্যদের চাঁদায় করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের আজ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। দেশের পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম চলমান থাকবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com