স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪১ বোতল স্কাফ, ৩ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ২ হাজার ৪৯০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।বুধবার রাতে উপজেলার রাজাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের সাদ্দাম হোসেন-(২২) এবং বিজয়নগর উপজেলার নাজমুল হোসেন-(২১)।
এ ব্যাপারে গনমাধ্যমে দেয়া র্যাবের প্রেসবিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গোপন সংবাতের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা তাদেরকে বুধবার সন্ধ্যায় আখাউড়া উপজেলার রাজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
পরে তাদের কাছ থেকে ৪১ বোতল স্কাফ, ৩ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ২ হাজার ৪৯০ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।