Advertisement

আখাউড়ায় অবৈধভাবে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ১৩ জন আটক

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৩৯৯।
আখাউড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পহেলা সেপ্টেম্বর থেকে ট্রেনের ছাদে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্বঘোষিত এ সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া রেলস্টেশনে রোববার দিবাগত রাত থেকে অভিযান শুরু হয়েছে।

সোমবার(০২ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে ট্রেনের ইঞ্জিন ও ছাদে ভ্রমণের দায়ে দুটি ট্রেন থেকে ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

আটককৃতরা হলেন সারোয়ার হোসেন (২০), রিয়াজুল ইসলাম (২০), মারুফ (১৮), এমরান (১৮), ফয়সাল (১৮), আশরাফুল ইসলাম (১৮), নাঈম (২০), অসীম উদ্দিন (৪৫), সুমন (১৮), শাকিল (২০), রাসেল (১৮), এমরান উদ্দিন (১৮) এবং সোহাগ (১৫) কে আটক করা হয়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ওসি শ্যামল কান্তি দাস নান,আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী- ঢাকা রেলপথে চলাচলকারী রোববার দিবাগত রাতের আন্তঃনগর নিশিতা ও সোমবার সকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নামের দুটি ট্রেনের ছাদ থেকে ওই ১৩ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com