Advertisement

“গণবিপ্লবী সরকারকে” উৎখাত চেষ্টা, আখাউড়ায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ২৩।

নিউজ ডেস্ক,

বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় মামলা হয়েছে।
সোমাবার (১৮ নভেম্বর) সকাল পৌণে নয়টার দিকে আখাউড়া থানার এস.আই আব্দুল আলীম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে। আসামীরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী। এর মধ্যে থেকে রনি ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ইটের টুকরা, বাঁশ, রড উদ্ধার করা হয়।

একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলা দায়েরের একদিনের ব্যবধানে আখাউড়া থানায় আরেকটি মামলা হলো। দুটি মামলারই বাদী পুলিশ।

আখাউড়া থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতামূলক কাজের জন্য রোববার রাতে উপজেলার গাজীর বাজারের বাসস্ট্যান্ডের কাছে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন এমন খবরে সেখানে অভিযান চালিয়ে রনি ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এ সময় রাফসান জনি, মোকাদ্দেস মিয়া, ঈশান ভূঁইয়া, নিয়ামুল সিকদার, আরাফাত রহমান, আমজাদ হোসেন মাসুক, শামীম ভূইয়া, সামির, মমিন, জাহিদুল ইসলাম শাওন, ইয়ার হোসেন, তুষার ভূঁইয়া, রফিকুল ইসলাম শান্ত, রাব্বি আহম্মেদসহ আরো অনেকে পালিয়ে যায়।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com