নিউজ ডেস্ক,
দীর্ঘ পাঁচদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার শুরু হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে চলাচলের অপেক্ষায় থাকা যাত্রীরা। বন্যা শুরুর পর ইমিগ্রেশন চেকপোস্ট অফিসে ঢুকলে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সকল কার্যক্রম। এতে ভারতে আটকা পড়ে অনেক বাংলাদেশী পর্যটক। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক যাত্রীরাও যেতে পারেন নি।
ভারতে আটকা পড়া যাত্রীরা জানান, হঠাৎ বন্যায় ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তাদের অতিরিক্ত কয়েকদিন ভারতে অবস্থান করতে হয়। ফলে আর্থিক ক্ষতির সহ নানা ভোগান্তিতে পড়তে হয়। যাত্রীরা আখাউড়া ইমিগ্রেশনকে আন্তর্জাতিক বিবেচনায় ভবিষ্যতে কোন দুর্যোগে যাতে এরকম অচলাবস্থা না হয় সে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম জানান, গত বুধবার বন্যা শুরুর পর অফিসে পানি ঢুকে নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর আজ সোমবার দুপুর সোয়া বারোটা থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।