নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধার উপর দিয়ে ট্রেন চলে যায় কিন্তু বৃদ্ধা অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এই ঘটনা ঘটে। ট্রেন চলে যাওয়ার পর ওই বৃদ্ধাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃদ্ধার নাম জামিলা (৬০) স্থানীয় একটি হোটেলে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন।
স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা বিলম্বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়ায় যাত্রা-বিরতি দেয়। ট্রেনটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ছাড়ার সময় প্লাটফরমে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা রেল লাইনে পড়ে যান। এরপর ট্রেনটি ওই বৃদ্ধার উপর দিয়ে যেতে থাকে। ট্রেনটি যাওয়া অবস্থায় তিনি প্লাটফরম ঘেঁষে রেললাইনে শুয়ে থাকেন। ট্রেন চলে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী বৃদ্ধাকে টেনে প্লাটফর্মে তুলেন।