নিউজ ডেস্ক,
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে দুই উপজেলার ১২৯ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেলে ৪ টা পর্যন্ত।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী, পুরুষসহ তরুণ ভোটাররা থেমে থেমে এসে ভোট প্রদান করছে। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রের নিরপত্তায় দায়িত্ব পালন করছেন।
এছাড়াও ভোটকে ঘিরে সর্বত্র উৎসব আমেজ বিরাজ করছে। দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতদ্বন্ধিতা করছেন। দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজর ২৩৬ জন।
রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, নির্বাচনে আইন শৃংঙ্খলা রক্ষায় ১০২৯ জন পুলিশ, র্যাব, ৪ প্লাটুন বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ২৩ জন নির্বাহী ম্যজিস্ট্রেট এবং দুইজন জুডিসিয়াল ম্যজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।