আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে এক নারী তার নিজের বিয়েতে উদযাপনের জন্য চার রাউন্ড গুলি চালিয়েছিলেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনার পরই স্থানীয় পুলিশ ওই নারীকে খোঁজ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী বরের পাশে বসে নিজের বিয়ে উদযাপনের জন্য চার রাউন্ড গুলি চালিয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ওই নারী নিখোঁজ রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের উত্তরাঞ্চলীয় অনেক রাজ্যেই বিয়েতে বন্দুক চালিয়ে উদযাপন করা হয়। এমনকি অনেক সময় এই বন্দুকের গুলিতেই অনেকই আহত এবং মৃত্যুর ঘটনা ঘটে। ।
ভারতের আইন অনুসারে, কেউ উদযাপনের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং সে কারণে যদি অন্যদের বিপদে ফেলে, তখন তার জেল বা জরিমানা অথবা উভয়ই হতে পারে।
সূত্রঃ বিবিসি