এনবি প্রতিনিধি:
মা ও শিশুর মৃত্যুর হার কমাতে ব্রাহ্মণবাড়িয়ায় ইউএসএআইডি’ কর্তৃক ৫ বছর মেয়াদী (মা-মনি) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এই কর্মসূচীর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে জেলা প্রশাসক হায়াত -উদ- দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মো.শাহ আলম, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক মোঃ শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজর চেয়ারম্যান ডা: আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর আবু সাঈদসহ প্রমুখ।
কর্মশালায় বক্তারা মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকারী সেবা সমূহের পাশাপাশি ইউএসএআইডি কর্তৃক গৃহিত ‘মা-মনি’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।