স্টাফ রিপোর্টার:
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাঈনুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি জনসাধারণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। কারণ পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে ব্যর্থ হলে ভবিষ্যত প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে।