নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় ভারত-বাংলাদেশের আবৃত্তি শিল্পীদের পরিবেশনায় “আমরা ভাষায় এক, ভালবাসায় এক” শীর্ষক সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের তিতাস আবৃত্তি সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ও ভারত এর শিল্পীবৃন্দ আবৃত্তি পরিবশেন করেন।
এ সময় স্ব স্ব দেশের শিল্পীরা দুই বাংলার নানা কৃষ্টি কালচার তাদের আবৃত্তির মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসের রেজা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এইচ মাহবুব আলম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আশীষ চক্রবর্তী প্রমূখ।
আবৃত্তি সন্ধ্যা পরিচালনা করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক বাচিক শিল্পী মনির হোসেন ও রোকেয় দস্তগীর। শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন আবৃত্তি সন্ধ্যা উপভোগ করেন।