স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসী কাদেরের রহস্যজনক হত্যাকান্ডের সঠিক তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার পানিশ^র ইউনিয়নের শোলাবাড়ি বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক নারী ও শিশু অংশগ্রহন করে।
এ সময় বক্তারা বলেন, কাদের খুনের ঘটনাটি রহস্যজনক। ৩০জুন রাতে মলাই মিয়া কাদেরকে ফোন করে নিজ বাড়িতে ডেকে নেয়ার আধঘন্টা পরই খবর আসে কাদের মিয়ার লাশ পাওয়া গেছে। পরে দানা মিয়াসহ প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে মলাই মিয়াই কাদেরের স্ত্রীকে দিয়ে রমজান আলী, দানা মিয়সহ ২০জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে।
বিক্ষুব্ধরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা এই মিথ্যা মামলা করেছে। তারা এ খুনের ঘটনায় সঠিক তদন্তসহ প্রকৃত খুনীদের আইনের আওতায় আনার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম জানান, খুনের ঘটনাটি রহস্যজনক। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে কাদেরের প্রকৃত খুনিদের আইনের আত্ততায় আনা হোক।