স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মোঃ হাবিবুর রহমান (নৌকা) বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৫ হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির মোঃ বাহার মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৫১৯ ভোট।
নির্বাচনে অপর দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোঃ হুমায়ূন কবির (আনারস) পেয়েছেন ৪ হাজার ৪৭০ ভোট এবং ইসলামী ঐক্যজোট সমর্থিত আছাদ উল্লাহ (মিনার) পেয়েছেন ১১৭ ভোট।
নির্বাচনের ভোট গননা শেষে মঙ্গলবার রাতে নির্বাচনে রিটার্নিং অফিসার ও নাসিরনগর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুব আলম বে-সরকারি ভাবে এই ফলাফল ঘোষনা করেন।
এর আগে গত মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৪ হাজার ৫১ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৭৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৩৬টি ভোট বাতিল বলে গন্য হয়।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মিয়ার মৃত্যুতে পদটি শুন্য হয়।