Advertisement

ত্রিদেশীয় হুইল চেয়ার ক্রিকেট সিরিজ ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৩১।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ত্রিদেশীয় হুইল চেয়ার টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে ফাইনালে উঠেছে বাংলাদেশ। রবিবার ভারতের সাথে তারা ফাইনাল খেলবে। আজ শনিবার সকালের ম্যাচে নেপালকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশ।দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হারে বাংলাদেশ। ১৫ ওভারের ম্যাচে বাংলাদেশ ৯০ রান করতে সংগ্রহ করতে সক্ষম হয়।  ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে ছয় উইকেটে জয়লাভ করে।

ভারতের কলকাতার এনকেডিএ গ্রাউন্ডে  শনিবার সকালের ম্যাচে টসে জিতে ব্যাটি করার সিদ্ধান্ত নিয়ে নেপালকে মাত্র ৫৯ রানে গুড়িয়ে দেশ বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে কোন এক উইকেট হারিয়ে মাত্র চার ওভারেই জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ। খেলার শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশ। আটোসাটো বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে নেপাল। বাংলাদেশ দলের কো-অর্ডিনেটর হিসেবে আসা ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মুক্তি খান বলেন, ‘আমরা ফাইনালেও জয়ের ব্যাপারে আশাবাদী। নেপালকে বড় ব্যবধানে হারানোর বিষয়টি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে।

দলের কো-অর্ডিনেটর হিসেবে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন বলেন, ‘দিল্লীতে দ্বিপাক্ষীয় সিরিজে আমরা লাল-সবুজের পতাকা উড়িয়ে ছিলাম। এবারও এর ব্যক্তিক্রম হবে বলে মনে করি না। খেলোয়াড়দের যে পারফরম্যান্স তাতে সিরিজ জিতেই আমরা দেশে ফিরবো বলে শতভাগ আশাবাদী।

গত ২৬ এপ্রিল বাংলাদেশ, ভারত ও নেপালকে নিয়ে ত্রিদেশীয় হুইল চেয়ার টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়। ভারতের কলকাতার এনকেডিএ ক্রিকেট গ্রাউন্ডে এ সিরিজ চলছে। বাংলাদেশ দলটি আগামী সোমবার দেশে ফেরার কথা রয়েছে।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com