মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুলতানপুর- চিনাইর-আখাউড়া সড়কের বাঁক সোজাকরণ ও আশুগঞ্জ নদী বন্দর- আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরনের দেড় কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠ ও সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে ক্ষতিপূরনের চেক তুলে দেয়া হয়। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.বিএম মশিউজ্জামান প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন।
ক্ষতিগ্রস্থদের মধ্যে মোঃ জামাল উদ্দিনকে ৫৮ লাখ ৭১ হাজার ৫৭৪ টাকা, আবদুল জলিলকে ১৭ লাখ ১৬ হাজার ৪৭৯ টাকা, ছালেহা বেগমকে ৩৬ লাখ ২৫৯ টাকা, মুখলেছুর রহমানকে ১ লাখ ২০ হাজার ৬৬৮ টাকা, আলাউদ্দিনকে ২৮ লাখ ২৬ হাজার ৪৫৮ টাকা, আফসানা ফেরদৌসকে ৮৪ হাজার ৭৯৩ টাকা, খোরশেদা বেগমকে ৫৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ টাকা।
চেক বিতরনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা সানিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।