Advertisement

তিন দেশীয় ক্রিকেট সিরিজ খেলতে  ভারত  বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৫২৪।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশের হুইল চেয়ার (প্রতিবন্ধী) ক্রিকেট দল। ভারতের কলকাতায় বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশের ‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ এর এই দলটি আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবে। সিরিজকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে গত দুই দিন ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছে হুইল চেয়ার ক্রিকেট দল।

‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ এর সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না জানান, প্রথমবারের মতো তিন দেশ মিলে প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন এ সিরিজের আয়োজন করেছে। এ লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট দল গঠন করে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।

আজ বুধবার ২২ সদস্যের ও বৃহস্পতিবার আরো দুই সদস্যের প্রতিনিধি দল ভারতের উদ্দেশ্যে গমন করবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com