স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় মনিয়ন্দ গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ ওবাইদুর রহমান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। ওবাইদুর উপজেলার শিবনগর গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে।
বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়ন (২৫) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মিজানুর রহমান। তবে কোন সময় আসামীর ধরা হয়েছে তা বিজ্ঞপ্তিতে উলেখ্য করা হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলায় মনিয়ন্দ গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় ওবাইদুর নামে এক ব্যক্তি কে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৭২০ পিস ইয়াবা একটি মোবাইল সেট ও নগদ ১১০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও আব্দুল্লাহপুর গ্রামে থেকে ৬৩ বোতল ইস্কফ জব্দ করে। পরিচালিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য – ২,৪৩,৩০০/- টাকা। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
			 
				 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						
 
					 
					