Advertisement

শতবর্ষী মধু সুধন পাল পরলোকগমন করেছেন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫১৮।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, বড় বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, শ্রীশ্রী রাধামাধব আখড়া কমিটির সাবেক প্রধান উপদেষ্টা, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান কমিটির সাবেক সভাপতি, প্রবীন হিতৈষি সংঘের সাবেক সহ-সভাপতি মধু সুধন পাল পরলোকগমন করেছেন।

শুক্রবার রাতে রাধানগরের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যান লোকান স্বগচ্ছতু) পরলোকগমনকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর।

মধু সুধন পাল গত দুই সপ্তাহ আগে রক্তচাপজনিত কারনে অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দু’দফা চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে নিজ বাড়ি রাধানগরে আনা হয়।

মধু সুধন পাল ছয় পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। মৃত্যুকালে ৫ ছেলে, ৩ মেয়েসহ, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। প্রায় ২৭ বছর আগে তাঁর স্ত্রী সুভাশিনি পাল মারা যান। তিনি সাত প্রজন্ম দেখার সৌভাগ্য অর্জন করেন।

শনিবার সকালে রাধানগরের শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে তাঁর অন্তোস্ট্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, মধু সুধন পাল দৈনিক কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর দাদা।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com