Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস ত্রিপল সেঞ্চুরি

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৩০।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ২৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস ত্রিপল সেঞ্চুরি অতিক্রম করেছে।

মঙ্গলবার বিকেলে আইইডিসিআর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসা নমুনার রিপোর্টে তাদের ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৩০৫ জনের করোনা সনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডাঃ সানজিদা মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কসবা উপজেলায় ১০ জন, আখাউড়া উপজেলায় ৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন ও নাসিরনগর উপজেলায় ১জন রয়েছেন। তাদেরকে আইসোলেশনে আনার ব্যবস্থা করা হচ্ছে।

সংশ্লি¬ষ্ট সূত্র জানায়, মঙ্গলবার নাগাদ জেলায় আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ৭৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় পাঁচ হাজার ৬৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৬২৪ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ১৯৬ জন, এর মধ্যে জেলায় ১৮৯ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৪জন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com