স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান।
সনাক, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সালমা আহমেদ।
“তথ্যই শক্তি” জানবো জানাবো, দুর্নীতি রুখবো এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সনাক সহ-সভাপতি আবদুন নুর, সনাক সদস্য মোহাম্মদ আরজু, সনাক সদস্য প্রকৗশলী আশরাফ উদ্দিন আহম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, শুধু তথ্য মেলার মাধ্যমে আমরা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারব না। দুর্নীতির জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, সবাইকে নিয়ে একসাথে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ব। মেলায় সরকারী ও বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩ টি স্টল স্থান পায়। দিনব্যাপী মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভীড় জমে।